হাইমচরের সেই আ. লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নূর হোসেন পাটওয়ারীর শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্র থেকে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 04:30 PM
Updated : 7 Feb 2017, 04:35 PM

গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

নূর হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

গত ৩০ জানুয়ারি হাইমচরের ওই বিদ্যালয়টিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্ররা হাতে হাত রেখে তার ওপর একজনকে শুইয়ে প্রতীকী ‘পদ্মা সেতু’ বানায়। তাতে হাঁটার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে নূর হোসেন সমালোচনায় পড়েন।

ঘটনার পরদিন ১ ফেব্রুয়ারি থানায় মামলা করেন আবদুল কাদের নামে এক অভিভাবক। মামলায় নূর হোসেন ও প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়।

এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে সংগঠন থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, নুর হোসেন পাটওয়ারী সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এর সপক্ষে জবাব লিখিত আকারে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে পৌঁছাতে হবে।