শিক্ষক পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় ২ যুবক দণ্ডিত

ময়মনসিংহের ত্রিশালে এসএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের দেখিয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 12:35 PM
Updated : 7 Feb 2017, 12:35 PM

দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার হদ্দের ভিটা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন (২২) ও নান্দাইল উপজেলার চরবেলামারি গ্রামের সাদ্দামান হোসেন (২২)।

কারাদণ্ডের পাশাপাশি তাদের পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুর জানান, মঙ্গলবার দুপুরে নজরুল ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা চলার সময় শিক্ষক পরিচয়ে দুই যুবক হলে প্রবেশ করেন।

“শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর সমাধান করার জন্য মোবাইল ফোনে বারবার কথা বলার সময় তাদের আটক করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয় বলে জানান আরিফুর।

তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কেন্দ্রে প্রবেশ করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন তিনি।