ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক বিক্রেতাদের বন্দুকযুদ্ধে’ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘মাদক বিক্রেতাদের বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ, যাকে সাদা পোশাকে গোয়েন্দা পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 08:00 AM
Updated : 7 Feb 2017, 08:05 AM

সদর থানার ওসি মইনুর রহমান জানান, মঙ্গলবার ভোরে শহরের মেড্ডা সরকারি শিশু পরিবারের সামনে মাদক বিক্রেতাদের বন্দুকযুদ্ধ হয়।

নিহত আল আমিন (২৮) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া মহল্লার জিল্লু মিয়ার ছেলে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলছেন, মেড্ডা সরকারি শিশু পরিবারের সামনে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী তানজিনা বেগমের দাবি, আল আমি একসময় মাদক কেনাবেচা করলেও কয়েকটি মামলা হওয়ার পর তিনি এ কাজ ছেড়ে দেন। কদিন আগে আল আমিন একটি মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়।

“সোমবার বিকালে সাদা পোশাকের পুলিশ পরিচয় দেওয়া এক লোক তার দুই সোর্সসহ এসে আল আমিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তারা তাকে মারধরও করে। আমরা থানায় গেলে পুলিশ জানায়, তারা তাকে ধরেনি।”

তবে পুলিশ সুপার বলছেন, “আল আমিনকে তুলে নেওয়ার অভিযোগ সত্য নয়। মাদক ব্যবসায়ীদের বিবদমান দুই গ্রুপের বন্দুকযুদ্বে আল আমিনের মৃত্যু হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ‘আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্বার করেছে’ বলে জানিয়েছেন ওসি মইনুর।

আল আমিনের নামে মাদকসহ তিনটি মামলা রয়েছে বলেও তিনি জানান।