বরগুনায় হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ

বরগুনার পাথরঘাটায় হরিণের ১৬০ কেজি মাংস, তিনটি চামড়া ও চারটি মাথাসহ ‘চোরাচালানে’ ব্যবহৃত একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 09:58 AM
Updated : 5 Feb 2017, 09:58 AM

নিশানবাড়িয়া ঘাট সংলগ্ন বিষখালী নদীতে শনিবার ভোরে এ অভিযান চালানো হয় বলে পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর ৩টার দিকে কোস্টগার্ড বিষখালী নদীতে অভিযান চালাচ্ছিল। এ সময় একটি ট্রলারে থাকা তিন থেকে চারজন ‘চোরকারবারী’ কোস্টগার্ড সদস্যদের দেখে দ্রুত ট্রলার চালিয়ে পালানোর চেষ্টা করে।

“পরে কোস্টগার্ড সদস্যরা ওই ট্রলারটিকে ধাওয়া করলে নিশানবাড়িয়া ঘাটে ট্রলারটি নোঙর করে চোরকারবারীরা পালিয়ে যায়।”

পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও চারটি মাথা জব্দ করা হয় বলে জানান হাসানুর।

উদ্ধারকৃত মাংস, চামড়া ও মাথা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।