পিরোজপুরে ১৮টি হাঙ্গর জব্দ, ৮ জেলের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কচাঁ নদী থেকে ১৮টি হাঙ্গর উদ্ধার ও আট জেলেকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 01:45 PM
Updated : 4 Feb 2017, 01:47 PM

উপজেলার তেলিখালী সংলগ্ন কচাঁ নদী থেকে শুক্রবার রাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে হাঙ্গরসহ তাদের আটক করে বলে জানান ভাণ্ডারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার মো. মোর্তজা হোসেন।

উদ্ধার হাঙ্গরের ওজন প্রায় ৬০ মণ এবং আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানান তিনি।

মোর্তজা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কচাঁ নদীতে টহলরত কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হলে তারা মাছ ধরার ট্রলারটিকে থামাতে বলে। তখন মাঝি ট্রলারটি না থামিয়ে জোরে চালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি আটক করে তল্লাশি চালিয়ে ১৮টি হাঙ্গর পায়।

এ সময় ট্রলারে থাকা জেলে বেলাল ফকির (৩৪), ওহাব খান (৫০), মাসুদ খন্দকার (১৭), বায়জীদ শেখ (২০), মো. ফারুক মাতুব্বর (৩৫), মো. আল আমীন (১৮), রেজাউল ইসলাম (১৯) ও মো. হাবিবুর রহমানকে (৪০) আটক করা হয়।

এরা সবাই ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর ও ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা।

পরে রাতেই ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন দিন করে কারাদণ্ড দেন বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

জব্দ করা হাঙ্গরগুলো শনিবার বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে চাপা দিয়ে দেওয়া হয়।