নেত্রকোণায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 09:40 AM
Updated : 3 Feb 2017, 09:43 AM

শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে কাদিরপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে খালিয়াজুরী থানার ওসি শওকত আলী জানান।

আহতরা হলেন উপজেলার কাদিরপুর গ্রামের সুভাষ সরকার (৫২), সুশীল সরকার (৭০), কাজল রানী সরকার (৫০), পারুল রানী সরকার, সুকেশ রাণী সরকার (৪২), হেমেন্দ্র সরকার (৪০), রবীন্দ্র সরকার (৪৫), খগেন্দ্র সরকার (৩৮) ও কালী সরকার (৩৫)।

আহতদের মধ্যে সুভাষ, সুশীল, হেমেন্দ্র ও খগেন্দ্রকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে মংমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি শওকত জানান, গ্রামের একখণ্ড জমি নিয়ে স্থানীয় সুভাষ ও হেমেন্দ্রর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“এ বিবাদের জেরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের নয়জন টেটাবিদ্ধ হন।”

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।