কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 04:07 AM
Updated : 3 Feb 2017, 06:27 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে জিয়ারাখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে প্রভাবশালী দুটি পক্ষের মধ‌্যে এই সংঘর্ষ হয়।

নিহত ইদ্রিস আলী (৪০) ওই গ্রামের গোকুল মণ্ডলের ছেলে।

সংঘর্ষে আহত মোমিন (৩৫), খালেক (৫০) ও সুফিয়াকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ওই এলাকার কাদের গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। তারই জেরে একপক্ষ প্রতিপক্ষের ওপর হামলা করলে সংঘর্ষ বাধে।

“সংঘর্ষে ছয়জন আহত হয়। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করেন।”

নিহতের সুরতহাল প্রতিবেদনের তথ্য দিয়ে সদর থানার এসআই শামসুর রহমান জানান, ইদ্রিসকে সড়কিজাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।