মেলান্দহে শিক্ষার্থীদের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় মামলা

জামালপুরের মেলান্দহে স্কুলের শিক্ষার্থীদের ওপর দিয়ে জমিদাতার হেঁটে যাওয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 04:21 PM
Updated : 2 Feb 2017, 04:35 PM

বৃহস্পতিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক মামলটি দায়ের করেন বলে মেলান্দহ থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

“২০১৩ সালের শিশু আইনের ৭০ ধারায় এই মামলা দায়ের করেছেন তিনি।”

আসামিরা হলেন, মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জমিদাতা দিলদার হোসেন প্রিন্স, প্রধান শিক্ষক আসালত জামান, শরীরচর্চার শিক্ষক হাফিজুর রহমান ও অজ্ঞাত পরিচয় একজন।

গত ২৯ জানুয়ারি উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীরা একটি মানব সেতু নির্মাণ করে। ওই মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হুসেন প্রিন্স। তাকে হেঁটে যেতে সহায়তা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান।

শিক্ষার্থীদের ওপর দিয়ে দিলদার হুসেন প্রিন্সের হেঁটে যাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে জেলা ও উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।