হাঁটতে বেরিয়ে গৃহবধূ গুলিবিদ্ধ: স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

যশোরে সকালে হাঁটতে বেরিয়ে এক গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 12:49 PM
Updated : 2 Feb 2017, 12:49 PM

বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানার এএসআই মিয়ারব হোসেন এ তথ্য জানিয়েছেন।

“প্রাথমিক তদন্তের পর গৃহবধূর স্বামী তরিকুজ্জামান সুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

বুধবার সকালে হাঁটতে বেরিয়ে শহরের পুরাতন কসবা ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন জান্নাতুন্নেছা শান্তা বেগম (৩০) নামে এক গৃহবধূ।

তিনি বর্তমানে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এএসআই মিয়ারব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর ঘটনার তদন্তে নামে পুলিশ। রাতে শান্তার ভাসুরের স্ত্রী লাভলী ও ছেলে ছাহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়।

“প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তারিকুজ্জামান সুজনই শান্তাকে বাড়ির ভেতর থেকে গুলি করে পালিয়েছে।ওই অস্ত্র বৃহস্পতিবার বিকালে তাদের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে।”

ওই দুই ঘটনার প্রেক্ষিতে সুজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান এএসআই মিয়ারব।