ঝিনাইদহে অস্ত্রসহ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র ও মাদকসহ স্থানীয় এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে; পুলিশ বলছে তার বিরুদ্ধে নাশকতা তৈরির অভিযোগ রয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 06:48 AM
Updated : 2 Feb 2017, 06:54 AM

আটক রেজাউল ইসলাম পাঠান কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শহরের আদর্শপাড়ার মমিন পাঠানের ছেলে। 

শহরের আখ সেন্টার এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রেজাউল অস্ত্র নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।

“পরে থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও পাঁচশ ইয়াবাসসহ রেজাউলকে আটক করা হয়।”

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, রেজাউলের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। নতুন করে অস্ত্র আইনে আবার মামলা হয়েছে।