লালমনিরহাটে ছাত্র পেটানোর অভিযোগ, শিক্ষক বরখাস্ত

লালমনিরহাট সদরে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 03:16 PM
Updated : 1 Feb 2017, 03:16 PM

মঙ্গলবার রমাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার জানিয়েছেন।

ওই ঘটনায় বুধবার বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল আউয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আহত কামরুল হাসান সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রমাকান্ত এলাকার দমসের আলীর ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আফসার আলী বলেন, “প্রথম বেঞ্চে বসা নিয়ে ৫ম শ্রেণির ছাত্র কামরুল হাসান ও রাকিবের মধ্যে ঝগড়া হয়।

“রাকিবের বাবা বিষয়টি আব্দুল আউয়ালকে জানালে মঙ্গলবার তিনি কামরুলকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এক পর্যায়ে কামরুল বমি করলে আউয়াল সেখান থেকে সটকে পড়েন।”

পরে স্কুলের অন্য শিক্ষকরা কামরুলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

‘রাগের মাথায়’ ওই ছাত্রকে মারধর করেছেন বলে জানিয়েছেন শিক্ষক আব্দুল আউয়াল। তবে তাকে লাথি মারার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, “ছাত্রকে পেটানোর ঘটনা তদন্তে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুনকে প্রধান করে কমিটি করা হয়েছিল। আজ তার দেওয়া রির্পোটে শিক্ষক আব্দুল আউয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।