এসএসসি পরীক্ষার্থীকে চেয়ারম্যানের হুমকির অভিযোগ

বগুড়ার কাহালুতে জমির বিরোধের জেরে এক কিশোরকে এসএসসি পরীক্ষার্থীয় অংশ নিতে বাধা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 02:00 PM
Updated : 1 Feb 2017, 02:20 PM

বুধবার উপজেলার পাইকড় ইউনিয়নের আলোড়া গ্রামের বাসিন্দা রমজান আলী ও তার ছেলে আবুবক্কর এ অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিটু চৌধুরী।

রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত শতক জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে এলাকার কয়েকজনের সঙ্গে বিরোধ হয়। এ নিয়ে মিটু চৌধুরী আমার বিরুদ্ধে অবস্থান নেন।

“গত ২১ ডিসেম্বর আমার বাড়িতে হামলা চালায় একদল লোক। ওই ঘটনায় মামলা করলে চেয়ারম্যান আমার পরিবারকে হুমকি দিতে থাকেন। এ কারণে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।”

এর জেরে ছেলের পরীক্ষা দেওয়ার অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

তার ছেলে মো. আবুবক্কর স্থানীয় আড়োলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

তার অভিযোগ, তারা যে মামলা করেছেন তা আপোস না করলে তাকে পরীক্ষা কেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন চেয়ারম্যান।

“আমি পরীক্ষায় অংশ নিতে চাই, এ জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি।”

চেয়ারম্যান মিটু চৌধুরী বলেন, “আমার বিরুদ্ধে স্কুলছাত্র ও তার বাবা যে অভিযোগ করেছেন তা মিথ্যা। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করলে আমি কি বসে থাকব? আমি চেয়ারম্যান আমার তো ক্ষমতা রয়েছে কিছু করার।”

ওই পরীক্ষার্থীকে নিরাপত্তার আশ্বাস দিয়ে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “গ্রাম ছাড়া করার ঘটনা সত্য হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনানুগ ব্যবস্থা নেব অবশ্যই।”