সকালে হাঁটতে বেরিয়ে যশোরে গৃহবধূ গুলিবিদ্ধ

যশোরে সকালে হাঁটতে বেরিয়ে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 11:59 AM
Updated : 2 Feb 2017, 12:48 PM

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের পুরাতন কসবা ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার এসআই কাইউম মুন্সি।

গুলিবিদ্ধ শান্তা বেগম (৩০) শহরের পালবাড়ি এলাকার তরিকুজ্জামান সুজনের স্ত্রী। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কারা কী কারণে তাকে গুলি করেছে তা জানাতে পারেননি পুলিশ।

এসআই বলেন, শান্তা মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে পালিয়ে যায়।

“গুলিবিদ্ধ শান্তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়।”

হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স নাজমা সুলতানা বলেন, গুলিবিদ্ধ শান্তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।