পদ্মাপাড়ের জমি নিয়ে বিজিবি-কারা কর্তৃপক্ষের উত্তেজনা

রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মাপাড়ের একটি জমির দখল নিয়ে বিজিবি ও কারা কর্তৃপক্ষের মধ‌্যে উত্তেজনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 08:41 AM
Updated : 1 Feb 2017, 08:42 AM

রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, আদালতের রায় পাওয়ার পর মঙ্গলবার দুপুরে কারা কর্তৃপক্ষ ওই জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক হালিমা খাতুন বলেন, গত বছরের ৭ অগাস্ট ওই জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছিল। ওই দিন উভয়পক্ষ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে সম্মত হয়।

“এ বছর ২২ জানুয়ারি হাই কোর্টের রায় আমাদের পক্ষে আসে। মঙ্গলবার জমিটি দখলে নিতে গেলে বিজিবি আবার বাধা দেয়।”

এ সময় বিজিবি সদস্যরা কারারক্ষীদের সঙ্গে ‘খারাপ আচরণ করেন’ বলে অভিযোগ করেন কারা কর্মকর্তা হালিমা খাতুন।

অন‌্যদিকে বিজিবির রাজশাহী সেক্টরের জেনারেল স্টাফ অফিসার সারোয়ার হোসেন বলেন, জায়গাটিতে বিজিবি একটি ভবন নির্মাণ করেছে।

“এ অবস্থায় অন্য কেউ ওই জমির দখল নিতে পারে না। এটা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হতে পারে।”

ওসি আমান বলেন, শ্রীরামপুর এলাকায় পদ্মাপাড়ে কারাগারের পাশে ওই জমিতে বিজিবি রেস্তোরাঁর জন্য স্থাপনা নির্মাণ করছে। দুই পক্ষের উত্তেজনার পর সেখান পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরে বিজিবির সীমান্ত অবকাশ কেন্দ্রে দুইপক্ষ বৈঠকে বসে জানিয়ে ওসি বলেন, “বৈঠকে বিষয়টি বিজিবি ও কারা দপ্তরের উচ্চপর্যায়ে জানানোর সিদ্ধান্ত হয়। সেখানে ফয়সালা হবে বলে উভয় পক্ষ সম্মত হয়েছে।”