হবিগঞ্জে তৌকির হত্যা মামলায় ৫ তরুণের যাবজ্জীবন

হবিগঞ্জে আট বছর আগে স্কুল ছাত্র তৌকির হত্যা মামলায় পাঁচ তরুণের যাবজ্জীবন সাজার রায় দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 08:39 AM
Updated : 1 Feb 2017, 08:43 AM

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের শ্যামলী এলাকার হেলাল উদ্দিন তুর্কি, নাতিরাবাদ এলাকার রনি, ইনাতাবাদ এলাকার সাদ্দাম, নিয়াজ এবং নাতিরাবাদ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আক্তার মিয়া।

রায় ঘোষণার সময় কেবল নিয়াজ ও আক্তার আদালতে উপস্থিত ছিলেন; বাকিরা পলাতক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আটজনকে খালাস দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ আহমেদ জানান।  

মামলার বিবরণে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে তৌকিরকে ছুরি মেরে হত্যা করা হয়।

তৌকিরের বাবা আব্দুল বারিক পরদিন সদর থানায় ১২ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ আহমেদ বলেছেন, আটজনের খালাসের রাযের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।