মন্দিরের ভিড়ে গয়না চুরি, মৌলভীবাজারে ১২ নারী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক মন্দির থেকে ১২ নারীকে আটক করা হয়েছে, যারা ভক্তের বেশে ভিড়ের সঙ্গে মিশে গয়না চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ‌্য।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 04:00 AM
Updated : 1 Feb 2017, 04:07 AM

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, উপজেলার ভুনবীর ইউনিয়নের রোস্তমপুর গ্রামের তমালতলা মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।

ভুনবীর ইউনিয়ন পরিষদের সদস্য দক্ষিণারঞ্জন বিশ্বাস বলেন, তমালতলা মন্দিরে হরিনাম কীর্তন উৎসব চলছিল। এ সময় এক ভক্ত নারীর গলা থেকে সোনার চেইন নেওয়ার চেষ্টা করেন এক তরুণী। অন্য ভক্তরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

“পরে ওই চক্রের আরও ১২ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়।”

আটক একজনের সঙ্গে দুই বছরে একটি মেয়ে, একজনের সঙ্গে দেড় বছরের একটি মেয়ে, আরেকজনের সঙ্গে আট মাসের একটি ছেলে রয়েছে।

ওসি নজরুল বলেন, তারা এর আগেও মন্দিরে ঢুকে সোনার চেইন চুরির সময় আটক হয়েছিল। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে।