জামায়াতকে নিষিদ্ধ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জামায়াতকে নিষিদ্ধ করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 02:50 PM
Updated : 31 Jan 2017, 02:53 PM

মঙ্গলবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নব-নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “জামায়াতকে নিষিদ্ধ করা হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।  ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সম্পদও রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা হবে।”

মুক্তিযোদ্ধাদের বোনাস দেওয়ার কথা জানিয়ে মোজাম্মেল বলেন, “প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ২০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে আগামী ২৬ মার্চের পূর্বে”

মুক্তিযোদ্ধারা যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সে জন্য শেখ হাসিনা তাদের স্বাস্থ্য সেবা পায় নিশ্চিতের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক ডেপুটি স্পীকার শওকত আলী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।