টাঙ্গাইলে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে 

আবদুল লতিফ সিদ্দিকীর পদত‌্যাগের পর প্রায় দেড় বছর শূন্য থাকা টাঙ্গাইল-৪ আসনে (কালিহাতী) নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 10:45 AM
Updated : 31 Jan 2017, 10:54 AM

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

এরপরই গণনা শুরু হয় বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, রাতে জোরপূর্বক বল্লভ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থীর কর্মী-সমর্থকরা  বাক্সে ব্যালট ঢুকিয়ে রাখা হয়েছিল। তাই ওই কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়।

১০৭টির মধ্যে ১০৬ কেন্দ্রে কোনো গোলোযোগ হয়নি বলে তিনি জানান।

এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ হাছান ইমান খাঁন, টেলিভিশন প্রতীকে বিএনএফের আতাউর রহমান খান এবং আম প্রতীকে এনপিপির ইমরুল কায়েস।  

তাজুল ইসলাম জানান, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫ জন।

হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করার পর মন্ত্রীত্ব ও দলীয় পদ হারিয়ে গত ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে এ আসনটি শূন্য হয়।

নির্বাচনী তফশিল ঘোষণার পর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণ খেলাপীর কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।