কুষ্টিয়ায় জাসদ কার্যালয়ে আগুন: আ.লীগের ৬১ নেতাকর্মী আসামি

কুষ্টিয়ার মিরপুরে জাসদ কার্যালয়ে হামলাসহ আগুনের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 09:30 AM
Updated : 31 Jan 2017, 09:31 AM

মিরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সোমবার রাতে জাসদকর্মী সালাউদ্দিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিনসহ আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পুলিশ আসামি ধরতে অভিযান চলাবে বলে জানান ওসি রবিউল।

গত ১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার জন্য জাসদকে দায়ী করে উপজেলা আওয়ামী লীগ। পরে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দেয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।