বুড়িগঙ্গায় লঞ্চ থেকে ১৪০০ কেজি জাটকা উদ্ধার

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে তিনটি লঞ্চ থেকে ১৪০০ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 07:44 AM
Updated : 31 Jan 2017, 07:47 AM

নায়ারণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের লেফট্যানেন্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সায়ীদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৬টার দিকে কোস্টগার্ডের দুটি দল ‘এম ভি জাহিদ-৭’, ‘এম ভি গাজী সালাউদ্দীন’ এবং ‘এম ভি ফারহান-৩’ লঞ্চে তল্লাশি চালায়।

“তিনটি লঞ্চ থেকে ১৪০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।”

তবে জাটকাগুলোর মালিকের সন্ধান না পাওয়ায় কাউকে আটক করা য়ায়নি বলে জানান সায়ীদ।

তিনি বলেন, উদ্ধারকৃত জাটকাগুলোর বাজারমূল্য আনুমানিক চার লাখ ২০ হাজার টাকা। সেগুলো জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।