মেরুদণ্ডহীন সিইসি নয়: এরশাদ

কাজী রকিবউদ্দীন আহমদকে ‘মেরুদণ্ডহীন’ আখ‌্যায়িত করে তার মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) চান না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2017, 05:56 PM
Updated : 30 Jan 2017, 07:10 PM

সোমবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি সার্চ কমিটি এমন একজন ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপারিশ করবে, যিনি রকিবউদ্দীনের মতো মেরুদণ্ডহীন হবেন না। আমরা মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিকে সিইসি পদে দেখতে চাই।”

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে ব্যক্তির নামের তালিকা চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, “আমরা পাঁচজনের নাম চূড়ান্ত করে ফেলেছি। আজকালের মধ্যে নামের তালিকা সার্চ কমিটির কাছে পাঠানো হবে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। নিবন্ধন ঠেকাতে বিএনপিকে অবশ্যই নির্বাচন করতে হবে। বিএনপি অতীতের মত আর ভুল করবে না।”

এ সময় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা তার সঙ্গে ছিলেন।