চার ঘণ্টা পর কুয়াকাটার সঙ্গে যোগাযোগ শুরু

বরিশালের বাকেরগঞ্জে একটি বেইলি ব্রিজের প্লেট সরে কভার্ডভ্যান আটকা পড়ে বন্ধ হয়ে যাওয়ার চার ঘণ্টা পর সারা দেশের সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ শুরু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2017, 09:32 AM
Updated : 30 Jan 2017, 09:33 AM

বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে বোয়ালিয়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল আবার শুরু হয়।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে এ বেইলি ব্রিজ পার হওয়ার সময় প্লেট সরে আটকা পড়ে একটি কভার্ডভ্যান।

ওসি আজিজুর বলেন, সড়ক নির্মাণে ব্যবহৃত পিচ নিয়ে কভার্ডভ্যানটি বরিশাল থেকে পটুয়াখালী যাচ্ছিল। বেইলি ব্রিজটি পার হওয়ার সময় প্লেট সরে গেলে ভ্যানের সামনের একটি চাকা তাতে আটকে যায়।

“এতে ব্রিজ দিয়ে চলাচল বন্ধ হয়ে দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে।”

প্রথমে রেকার দিয়ে টেনে ভ্যানটি সরানোর চেষ্টা করা হলেও ব্রিজে জায়গা কম থাকায় না সম্ভব হয়নি। পরে আরেকটি কভার্ডভ্যানের সাহায্যে দুর্ঘটনা কবলিত ভ্যান সরানো হয় বলে জানান তিনি।