নারায়ণগঞ্জে ৩০ শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার অন্তত ৩০ শ্রমিক কাজ করার সময় অসুস্থ হয়েছেন; যাদের রাতে বাধ্যতামূলক কাজ করানোর সময় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 03:38 PM
Updated : 30 Jan 2017, 07:08 AM

শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকার ডেনিসন অ্যাটায়ার্স নামের পোশাক কারখানায় রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা অসুস্থ হন।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক পঞ্চমী গোস্বামী বলেন, ঠিকমতো না ঘুমানো ও তৈলাক্ত খাবার থেকে এসিডিটির কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।

“হাসপাতালে ভর্তি করে অন্তত ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

কারখানার শ্রমিক মনির হোসেন অভিযোগ করেন, গত ১৫ দিন ধরে শ্রমিকদের বাধ্যতামূলকভাবে রাতে কাজ করানো হচ্ছে, কিন্তু স্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে না।

“দিনের পর দিন নাইট ডিউটি এবং নাইট উিউটির সময় নিম্নমানের খাবার খাওয়ার ফলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।”

কারখানার আরও কয়েকজন শ্রমিক একই অভিযোগ করেন।