পিরোজপুরে ঘরে ঢুকে মুক্তিযোদ্ধাকে গুলি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঘরে ঢুকে এক মুক্তিযোদ্ধাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 02:05 PM
Updated : 29 Jan 2017, 02:06 PM

নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার চৌঠাইমহল গ্রামের এ ঘটনা।

আহত মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলামকে (৬৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নুরুল ইসলামের পুত্রবধূ জয়নব বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন। ছোট ছেলে এবং শ্বশুর-শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকেন তিনি।

“শনিবার শাশুড়ি বাড়িতে ছিলেন না। রাত ১১টার দিকে শ্বশুরের ঘর থেকে চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি দরজার সামনের রক্তাক্ত অবস্থা পড়ে আছেন।”

শ্বশুরের ঘর থেকে একটি গুলির খোসা পাওয়া গেছে বলে জানান তিনি।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভীর হাসান বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে একটি ছিদ্র পাওয়া যায় যা পিছন দিক থেকে বের হয়ে গেছে।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি হাবিবুর বলেন, “সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে আহত মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদসহ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ ব্যাপারে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া না গেলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।