যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ দিন বন্ধ থাকার পর জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 11:38 AM
Updated : 29 Jan 2017, 11:44 AM

রোববার দুপুর থেকে কারখানাটিতে ফের ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানান কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মাহবুবা সুলতানা।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি রাতে ইউরিয়া প্ল্যান্টে লিকেজ দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। মেরামত শেষে রোববার দুপুর থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

দেশের বৃহত্তম এই সার কারখানায় প্রতিদিন এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়ে থাকে।