পিরোজপুরে দুই অগ্নিকাণ্ডে পুড়ল ৩৩ দোকান

পিরোজপুরের নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ৩৩টি দোকান পুড়ে গেছে। 

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2017, 06:10 AM
Updated : 29 Jan 2017, 06:23 AM

শনিবার গভীর রাতে এ দুটি অগ্নিকাণ্ড হয় বলে সংশ্লিষ্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।   

এরমধ্যে নাজিরপুরের ২৪টি ও মঠবাড়িয়ায় ৯টি দোকান রয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।   

স্থানীয়দের বরাত দিয়ে নাজিরপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রাত পৌনে ১টার দিকে উপজেলার দীর্ঘা ইউনিয়নের গোবর্ধন বাজারে সার ও কীটনাশক বিক্রেতা বিকাশ চক্রবর্তীর দোকোনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

“মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ২৪টি দোকান পুড়ে যায়।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি-ক্ষতি হয়েছে।

ওসি বলেন, “ঘটনাস্থলে যাওয়ার পথে একটি খেয়া ঘাট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ক্ষয়-ক্ষতি বেশি হয়েছে।”

এদিকে মঠবাড়িয়ার সাফা বাজারের আগুনে নয়টি দোকান পুড়ে গেছে বলে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল হক জানান।

তিনি বলেন, রাত দেড়টার দিকে স্থানীয় মনির হোসেনের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

“স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নয়টি দোকান পুড়ে যায়।”

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতি প্রায় ১০ লাখ টাকা, বলেন তিনি।