খুলনায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে খুলনায় সমাবেশ করেছে সাংবাদিকরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 01:49 PM
Updated : 28 Jan 2017, 01:49 PM

শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমালোচনা করেছেন বক্তারা।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ বলেন, “রাষ্ট্রপতির অনুমোদন ও প্রধানমন্ত্রীর নির্দেশনাকে উপেক্ষা করে ওয়েজবোর্ড বাস্তবায়নে তথ্য মন্ত্রী টালবাহানা করছে। কোনভাবেই তা বরদাস্ত করা হবে না। ৩১ জানুয়ারির মধ্যে ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে ৫ ফেব্রুয়ারি ঢাকায় আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে শাবান মাহমুদ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী এবং কিছু পুলিশের আচরণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের ডাকে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সুবীর কুমার রায় ও মল্লিক সুধাংশু প্রমুখ।