বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না: রেলমন্ত্রী

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই বর্তমান সার্চ কমিটিতে তাদের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 11:31 AM
Updated : 28 Jan 2017, 12:42 PM

কুমিল্লায় শনিবার একটি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও বিএনপিকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির সংশয় প্রকাশের মধ্যেই রেলমন্ত্রী এ মন্তব্য করলেন।

মুজিবুল হক বলেন, “বিএনপি আন্দোলনেও ব্যর্থ, আগামী নির্বাচনেও ব্যর্থ।”

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “এদশের মানুষ শান্তিপ্রিয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। আপনারা কোনোভাবেই গণতন্ত্রের ব্যত্যয় ঘটাতে পারবেন না। গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে, গণতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশন গঠন হবে।”

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে শনিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যে সার্চ কমিটি গঠিত হয়েছে, তারা কী করবেন, এটা সম্পর্কে আমাদের ধারণা প্রায় স্পষ্ট। সেজন্য আমরা পার্টি হিসেবে নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না।

“এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন, তাহলে আমরা মনে করব দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করবেন। জানি না, তারা পারবেন কিনা। আমরা খুব বেশি আশা করছি না।”

চৌদ্দগ্রাম উপজেরার সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান প্রমুখ।

পরে মন্ত্রী সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

এর আগে চৌদ্দগ্রাম চিওরার কয়েক হাজার বিএনপিকর্মী মন্ত্রীর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।