চুয়াডাঙ্গায় বোমা তৈরির সরঞ্জামসহ ২ ‘হুজি’ আটক

চুয়াডাঙ্গায় বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে র‌্যাবের ভাষ্য।

চুয়াডাঙ্গা প্রতিনিধিঝিনাইদহ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 10:44 AM
Updated : 28 Jan 2017, 10:44 AM

শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলামকে র‌্যাব আটক করেছে। রকিবুরের বাড়ি ঝিনাইদহ ও মামুনের বাড়ি রাজবাড়ি জেলায়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ তাদের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকায় হুজির ৬/৭ জন সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে খবর পেয়ে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি টহল দল অভিযান চালায়।

“অভিযানে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্র।”

ওই সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান মেজর মনির।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জঙ্গিবাদে যোগদান ও নানা কর্মকাণ্ডের তথ্য মিলেছে বলে মনিরের দাবি।

তিনি আরও বলেন, “রফিকুল ইসলাম মাদ্রসার ছাত্র ছিলেন। পাশাপাশি মসজিদের ইমামতি করতেন। ২০১৫ সালে আবু খালেক নামে এক বড় ভাইয়ের সাথে পবিচয় হয়। জিহাদের কথা বলে তিনি তাকে জঙ্গি সংগঠন হুজিতে ভেড়ান।”