সাতক্ষীরায় এমপির ছেলের নামে মামলা: গ্রেপ্তার ২

সাতক্ষীরায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে রাশেদ সারোয়ার রুমনসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2017, 05:38 AM
Updated : 28 Jan 2017, 12:18 PM

সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, শুক্রবার রাতে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - ভোমরার ইমরান হোসেন টনি ও লক্ষ্মীদাড়ী গ্রামের তুহিন হোসেন।

ওসি মামলার বরাত দিয়ে বলেন, “শুক্রবার টনি ও তুহিন এমপিপুত্র রুমনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরের এক অফিসে আটকে রেখে ট্রান্সপোর্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের চাচাত ভাই ফিরোজকে মারধর করেন।

“তার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সিরাজুলসহ ফিরোজকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চারজনের নামে মামলা করেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম।”

মামলার অন্য দুই আসামি হলেন - এমপিপুত্র রুমন ও ফরহাদ হোসেন।