সাংবাদিক নির্যাতন নয়, ধাক্কাধাক্কি লেগে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় হরতালের খবর সংগ্রহের সময় দুই সাংবাদিককে পুলিশ পিটিয়ে আহত করার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ সাংবাদিকদের মারধর করে না, মাঝেমধ্যে ধাক্কাধাক্কি হয়।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 07:04 PM
Updated : 27 Jan 2017, 07:31 PM

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে বৃহস্পতিবার হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। 

ওই ঘটনার সংবাদ সংগ্রহে থাকা এটিএন নিউজের প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরা পারসন আব্দুল আলীমকে দুপুরের দিকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার মৌলভীবাজারের শমসেরনগরে এক অনুষ্ঠানের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, “দেখুন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়- এইটা স্বাভাবিক।

এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীমকে ঘিরে ধরে এভাবেই মারধর করা হয়।

“আপনারা দুইজন বন্ধু যদি চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায়-এই ধরনের কিছু একটা হয়েছে।”

‘শিগগিরই’ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সারা দেশে চালু করার প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল স্টেশনের পাশে ঐতিহাসিক রেজা শাহ্ পাহলভি তোরণের ফলক উম্মোচন করেন আসাদুজ্জামান কামাল।

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে শমসের নগরে পিঠা উৎসবে যোগ দেন মন্ত্রী।