মৌলভীবাজার ও হবিগঞ্জে ২ ‌‘ডাকাত’ আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে হবিগঞ্জের বাহুবল থেকে তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 11:59 AM
Updated : 27 Jan 2017, 11:59 AM

শুক্রবার ভোরে পৃথক এ দুই অভিযান চালানো হয় বলে পুলিশ ও র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন শংকরসেনা গ্রামের আব্দুর হাসিমের ছেলে মো. ফুল মিয়া (৪৮) ও হবিগঞ্জের বাহুবল এলাকার মর্তুজ (৩৫)।

শ্রীমঙ্গল থানার ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ডাকাত সর্দার’ ফুল মিয়া এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে শ্রীঙ্গলের সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করেছে।

ফুল মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজারের সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ, কানাইঘাট ও হবিগঞ্জের বাহুবল থানায় হত্যা ও ডাকাতি মিলে মোট ১৩টি মামলা রয়েছে বলে তিনি জানান।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মাঈন উদ্দিন চৌধুরী জানান, বাহুবলে অভিযান চালিয়ে র‌্যাব ‘ফুল মিয়ার সহযোগী ডাকাত’ মর্তুজকে আটক করেছে।  

মর্তুজতের বিরুদ্ধে বাহুবল ও সায়েস্তাগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।