নোয়াখালীতে অস্ত্রসহ ৩ আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে বিভিন্ন মামলার তিন আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 07:44 AM
Updated : 27 Jan 2017, 05:15 PM

সদর উপজেলার দাঁদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নোয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান ভূইয়া জানান।

গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার শাহ আলমের ছেলে মাইন উদ্দিন লাতু (২৫), মনির হোসেনের ছেলে বাবর (২৮) ও দাঁদপুর গ্রামের হানিফের ছেলে রুবেল (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আতাউর বলেন, বারাহীপুর গ্রামের একটি বাড়িতে অস্ত্রসহ একদল ‘সন্ত্রাসী’ অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

“সেখান থেকে একটি এলজি বন্দুক, ৩৪ রাউন্ড গুলি ও ৫০টি হাতবোমাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

নোয়াখালীর সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।