নরসিংদীতে আদালতকর্মীর আত্মহত্যার চেষ্টা

নরসিংদীর এক আদালতকর্মী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 05:39 AM
Updated : 27 Jan 2017, 07:09 AM

আদালতকর্মী রাজু মিয়া (৩২) বৃহস্পতিবার সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজুর স্ত্রী তানিয়া আক্তার অভিযোগ করেন, “সহকারী জজ সাবরিনা আলম ও তার স্বামী নুরে আলম বিভিন্নভাবে রাজুকে লাঞ্ছিত করেন, মারধর করেন। এটা সহ্য করতে না পেরে রাজু বিষ খায়।”

রাজুর সহকর্মী আহসানুল করিম সুজনও তানিয়ার বক্তব্য সমর্থন করেন।

“রাজুকে দিয়ে অফিস ছাড়াও বাসার বিভিন্ন কাজকর্ম করানো হয়। বৃহস্পতিবার সকালে রাজু অফিসে গেলে সাবরিনা তাকে গালাগাল করেন। এতে অপমান বোধ করে অফিস চত্বরেই বিষ খায়।”

এ বিষয়ে জেলা জজ ফাতেমা নজীব বলেন, “এখন আমি কোনো কথা বলব না। পরে জানাব।”

সহকারী জজ সাবরিনা আলমের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া গেছে। সাবরিনার স্বামী নুরে আলম কথা বলতে চাননি।

হাসপাতালের চিকিৎসক মো. শামিম আহমেদ জানান, রাজু বিষাক্ত কিছু একটা পান করেছিলেন। তাকে ওয়াশ করা হয়েছে। এখন আশঙ্কামুক্ত।

বিষয়টি পুলিশ অবগত নয় বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ।