ঝালকাঠিতে একটি প্রাণী আটক

ঝালকাঠির নলছিটিতে একটি প্রাণী আটক করেছে স্থানীয়রা। প্রাণীটির নাম সর্ম্পকে স্পষ্ট কিছু বলতে পারছেন না বন কর্মকর্তা।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2017, 01:55 PM
Updated : 27 Jan 2017, 09:30 AM

বৃহস্পতিবার উপজেলার মল্লিকপুর গ্রাম থেকে ওই প্রাণীটি আটক করা হয় বলে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) একেএম সুলতান মাহমুদ।

স্থানীয় যুবক হাসান আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে রাস্তা থেকে প্রাণীটিকে আটক করে গ্রামবাসী। তারা মেছো বাঘ ভেবে পিটুনি দেয়। পরে উপজেলা পশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।”

ঝালকাঠি জেলা বন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “এ প্রাণীটিকে স্থানীয়রা দাস বাঘ আবার কেউ মেছো বাঘও বলে। তবে এটি বাঘ প্রজাতির প্রাণি।”

ঝালকাঠি বন বিভাগে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তা খুলনায় পাঠানো হবে বলে জানান তিনি।

বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রাণীটির চিকিৎসা শেষে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।