উত্ত্যক্তের প্রতিবাদ করায় হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2017, 03:46 PM
Updated : 25 Jan 2017, 03:46 PM

বুধবার বরিশাল দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মাহমুদ হাসান হাফিজ ঝালকাঠীর গুয়াটন এলাকার আব্দুস সোবাহান মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন দিলু জানান, উপজেলার কাশিপুর এলাকার যুবক আল আমিনের দুই বোনকে সহপাঠীদের নিয়ে উত্ত্যক্ত করতো হাফিজ।

“বোনদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২০০৬ সালে ৩০ ডিসেম্বর আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাফিজ।”

ওই দিনই কোতোয়ালি থানায় নিহতের মা আকলিমা বেগম মজমা একটি মামলা করেন বলে জানান তিনি।

এ দিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলায় সহিদুল, জাহিদুল, নাজমুল, মাইদুল ও সোলায়মান নামে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।