ফেনীতে পিটুনিতে দুই পুলিশ আহত, গ্রেপ্তার ২

ফেনীর সোনাগাজী উপজেলায় আসামি ধরতে যাওয়া দুই পুলিশ সদস্যকে ডাকাত অভিযোগ তুলে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা। ঘটনার পর পুলিশ এক বৃদ্ধ ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2017, 11:03 AM
Updated : 25 Jan 2017, 11:03 AM

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বুধবার ভোরে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত কন্সস্টেবল আবুল হোসেন ও শফিউল্লাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক দুজন হলেন ওই এলাকার জাহিদ ও তার বাবা ফকির আহাম্মদ (৭০)।

তাদের বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানান ওসি।  

ঘটনার বর্ণনায় ওসি হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে চরচান্দিা গ্রামে স্থানীয় শামীম মোল্লার বাড়িতে ১০/১৫ জন মুখোশধারী হামলা চালায়।

“তারা শামীমের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার, ১১ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।”

ওসি বলেন, এ ঘটনায় ‘জাহিদ ডাকাতকে’ আসামি করে মামলা করলে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জাহিদকে ধরতে অভিযান চালায়।

“এ সময় জাহিদ ও তার বাড়ির লোকজন উল্টো ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।”

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।