এমপিকে ‘দাবড়াতে’ যুবলীগ নেতার সমাবেশের ভিডিও ভাইরাল 

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতার গুলি ছুড়ে উল্লাসের ভিডিওর পর খোকসা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু ওবাইদা শাফির ‘লাইভ ভিডিও’ এখন ফেইসবুকে ভাইরাল।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 05:33 PM
Updated : 24 Jan 2017, 05:52 PM

সোমবার রাতে শাফি ও একদল লোক দেশি অস্ত্র হাতে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফকে ‘দাবড়ানোর’ জন‌্য খোকসা বাজারে অবস্থান নিয়েছে বলে ওই ভিডিওতে শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, শাফি অন্য কাউকে বলছেন “এখানে এমপিকে খোঁজা হচ্ছে, তাকে দাবড়ানো হবি। না পেয়ে দুইশ লোক নিয়ে রাস্তায় অবস্থান করছি। আমি হচ্ছি, আমার ফেসবুকে লাইভে দেখাচ্ছি, দেখেন।”

কয়েক মাস আগে শাফিকে উপজেলা কমিটির আহ্বায়ক করেছিল জেলা যুবলীগ। গত ৯ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি আল মাসুম মোর্শেদ শান্তকে আহ্বায়ক করে ২১ সদস্যের উপজেলা যুবলীগের অনুমোদন করে।

এ কারণে ক্ষুব্ধ হয়ে শাফি এ ঘটনা ঘটিয়েছে নতুন কমিটির নেতাদের ধারণা।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি আমি শুনেছি, তার বিরুদ্ধে মামলা করব।”

এ বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার শাফির মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা ধরেননি; এসএমএসেও সাড়া দেননি তিনি।

গত ১০ জানুয়ারি ভাতিজির গায়ে হলুদ অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে উল্লাস করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সমালোনার মুখে পড়েন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামীমুল।

এ ঘটনায় তাকে গুলি ছোড়ার কারণ ব্যাখ্যা করতে নোটিশ দেয় জেলা প্রশাসন।