আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিটে উৎপাদন বন্ধ

যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 02:15 PM
Updated : 24 Jan 2017, 02:18 PM

মঙ্গলবার বিকাল ৫টা থেকে ওই ইউনিটগুলোর উৎপাদন বন্ধ রয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) ইয়াকুব আলী জানান।

এতে করে জাতীয় গ্রিডে অন্তত ৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হলো- ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট।

ইয়াকুব আলী বলেন, মঙ্গলবার বিকাল থেকে হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকে। এক পর্যায়ে চাপ অনেক কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বাকি ইউনিটগুলোর উৎপাদন স্বাভাবিক রয়েছে।

বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোর ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফেরাতে প্রকৌশলীরা কাজ করছেন বলে জানান তিনি।