পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ২০ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 01:53 PM
Updated : 24 Jan 2017, 01:53 PM

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সীমান্তের ৭৫৩ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের পর বিএসএফ আওলাদ হোসেনকে ফেরত দেয় বলে জানান ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান।

তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে স্থানীয় হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার সময় ভারতের শিংপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

“এ ঘটনায় সীমান্তের ৭৫৩ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা শেষে বিএসএফ আওলাদ হোসেনকে বিজিবি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।”

বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ এ ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বলেও তিনি জানান।