চুয়াডাঙ্গায় মা-মেয়ে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 12:45 PM
Updated : 24 Jan 2017, 12:46 PM
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. রোকনুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মনজুরুল ইসলাম লিপু (৪২) চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার গোলাম হোসেন মল্লিকের ছেলে।

একইসঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ নভেম্বর সকালে নিজ বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমান হাবিবের স্ত্রী নাসরিন বেগম ও মেয়ে আয়েশা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন লিপু। খুন করে পালানোর সময় চুয়াডাঙ্গার পাঁচকপাট এলাকায় ট্রেনে পা কাটা পড়ে আটক হন তিনি।

এ ঘটনায় ওইদিনই লিপুকে একমাত্র আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন হাবিব। একই বছরের ১৭ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন লিপু।

তদন্ত শেষে ২০১০ সালের ১৬ জানুয়ারি লিপুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।