মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে অবরোধের ডাক

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার থেকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 12:42 PM
Updated : 24 Jan 2017, 12:42 PM

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবরোধের যাক দেয় সংগঠন দুটি।

খাগড়াছড়ি সদর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুর রহমান, সাবেক জেলা কমান্ডার মো. মোস্তফা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মো. হারুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে শুক্রবার অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জেলা কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় সংগঠন দুটি।

গত ২০ জানুয়ারি দুপুরে আদালত সড়ক এলাকায় রইছ উদ্দিনের ওপর হামলা হয়। আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ওই দিন রাতেই খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বাদী হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীসহ ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি মামলা করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান বলেন, মুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনায় করা মামলার দুই আসামিকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।