বাগেরহাটে মাহেন্দ্র ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

বাগেরহাটে মাহেন্দ্রর ধাক্কায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 07:16 AM
Updated : 24 Jan 2017, 07:22 AM

মঙ্গলবার সকাল নয়টার দিকে শহরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান জানান।

নিহত শহীদুল ইসলাম (১৮) সদর উপজেলার নাটোইখালি গ্রামের সোবাহান শেখের ছেলে।স্থানীয় খানজাহান আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো সে।

খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাসস্ট্যান্ড থেকে হেঁটে কলেজে যাওয়া পথে বিপরীতমুখী একটি মাহেন্দ্র শহীদুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

“পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন।”

এদিকে শহীদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা বাগেরহাট-খুলনা সড়ক অবরোধ করে। ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি মিজানুর জানান, শহীদুলে মৃত্যুর প্রতিবাদে খানজাহান আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা সড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে মাহেন্দ্র চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় বলে জানান তিনি। 

ওসি বলেন, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মাহেন্দ্র চালককে গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।