সহকারী শিক্ষককে পেটালেন ‘প্রধান শিক্ষক’

ঠাকুরগাঁও সদরে ক্লাস রুটিন নিয়ে বিরোধে সহকারী শিক্ষককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 02:21 PM
Updated : 27 Jan 2017, 01:00 PM

সোমবার দুপুরে উপজেলার রুহিয়া ইউনিয়নের দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে সহকারী শিক্ষক ভবানন্দ পাল (৩০) অভিযোগ করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক অহিদুল হক।

ভবানন্দ পাল বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে চলতি শিক্ষাবর্ষের ক্লাস রুটিন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। এতে প্রধান শিক্ষক অহিদুল হককে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ইংরেজি ক্লাস দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছেন তিনি। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”

বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতারকে অবহিত করেছেন বলে জানান ভবানন্দ পাল । 

অভিযুক্ত অহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো শিক্ষককে মারধর করিনি। ভবানন্দ মিথ্যা বলছেন।”

রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, “বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। ছুটি শেষে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”