অস্ত্র উদ্ধার অভিযানে গোলাগুলি, আসামি গুলিবিদ্ধ

খুলনায় অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে হত্যা মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছে চার পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 11:43 AM
Updated : 23 Jan 2017, 12:06 PM

সোমবার ভোরের দিকে সদর থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি শফিকুল ইসলাম।

গুলিবিদ্ধ আজিজুল ইসলাম (২৩) বাগমারা জাহিদুর রহমান সড়কের হাবিবুল ইসলামের ছেলে।তিনি কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার আসামি।

তাছাড়া তার বিরুদ্ধে খুলনা সদর, সোনাডাঙ্গা ও লবণচরা আনায় অস্ত্র, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।

পায়ে গুলিবিদ্ধ আজিজুলকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আহত ওসি শফিকুল ইসলাম, উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন ও মো. আব্দুল হান্নান এবং সহকারী উপ-পরিদর্শক মো. মামুন হোসেন ও শুভেন্দু কুমার পাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি বলেন, চিত্তরঞ্জন বাইন হত্যাকাণ্ডে জড়িত আজিজুল বাগমারায় অবস্থান করছে এমন খবরে রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

“তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন আজিজুল। পরে রাত আড়াইটার দিকে তাকে নিয়ে পুলিশ তার বাসায় গিয়ে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পায়।”

তিনি বলেন, উদ্ধার অস্ত্র-গুলি এবং আজিজুলকে নিয়ে থানায় ফেরার পথে বাগমারা মেইন রোডের পাশে একটি কলাবাগান থেকে দুস্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় আজিজুল গুলিবিদ্ধ ও চার পুলিশ আহত হয় বলে জানান ওসি।