চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১৪ বছরের দণ্ড

চাঁপাইনবাবগঞ্জে আট বছর আগের একটি অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 11:03 AM
Updated : 23 Jan 2017, 11:38 AM

সোমবার চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রাকিব ওরফে সুমন (২৮) শিবগঞ্জ উপজেলার শামটোলা গ্রামের আফতাব উদ্দীনের ছেলে ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন রাতে শিবগঞ্জের কানসাট বাজারের একটি স্টিলের দোকানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ১৭ জুন এসআই মিজানুর রহমান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০০৯ সালের ৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।