লিটন হত্যা: আরও ২ জন রিমান্ডে

গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যামামলায় আরও দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 07:56 AM
Updated : 23 Jan 2017, 09:19 AM

তারা হলেন ডিএম মাসুদুর রহমান মুকুল ওরফে মুকুল মিসকিন (৪৪) ও সাইফুল ইসলাম (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিছুর রহমান জানান, জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ সোমবার দুপুর ১২টার দিকে মুকুল ও সাইফুলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত ৩১ ডিসেম্বর লিটন খুন হওয়ার ঘটনায় এর আগেও ১০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

আইনজীবী আনিছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুকুল সুন্দরগঞ্জ উপজেলার ইমামগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তারাপুর ইউনিয়নের চৈতন্যবাজার গ্রামের দেলদার হোসেনের ছেলে।

এর আগে মুকুল ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক সংদস্য সদস্য আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী। আজিজ মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

আর সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে।

গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চৈতন্যবাজারের বাড়ি থেকে মুকুল ও সুন্দরগঞ্জ উপজেলা সদর থেকে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিতে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এর দেড় ঘণ্টা পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে ১ ডিসেম্বর অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর মধ্যে মুকুল ও সাইফুল ছাড়া এর আগেও ১০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।