নূর হোসেনের ৩ মামলায় নতুন তারিখ

সাত খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ তিন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী ৪ এপ্রিল নির্ধারণ করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 12:17 PM
Updated : 22 Jan 2017, 12:17 PM

রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহার এ আদেশ দেন।  

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত‌্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ‌্যা নদীতে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি এ মামলার রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত‌্যুদণ্ড দেন।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহ্ উদ্দিন সুইট জানান, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার করা দুটি চাঁদাবাজি ও একটি অস্ত্র মামলা রোববার পাঁচ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন ।

“নূর হোসেনের পক্ষে অস্ত্র মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ায় জসীম উদ্দিন নামে একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।”

সাক্ষ্যগ্রহণকালে ওই মামলার আসামি নূর হোসেন ও আলী মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।