অনুপ্রবেশ: সাজা শেষে ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৭ বাংলাদেশিকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 11:37 AM
Updated : 22 Jan 2017, 11:38 AM

রোববার দুপুরে তাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন জকিগঞ্জ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোশররফ হোসেন।

বিএসএফের বরাত দিয়ে তিনি বলেন, ফেরত আসারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ধরা পড়ার পর সেদেশে বিভিন্ন মেয়াদে জেলও খেটেছেন। সাজার মেয়াদ শেষে রোববার তাদের ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন সামছ উদ্দিন (৩৪), রফিক উদ্দিন (৫০), আব্দুল জব্বার পাখি (৩৫), আব্দুর রহিম (৩৮), রিয়াজ উদ্দিন (৪৪), রাহুল দাস (৩০), করিম উসমান (৬০), ইসহাক আলী (৩৫), বাবুল মোল্লা (৪০), চাঁন মিয়া (৩৫), আনিছুর রহমান (৪০), শাহজাহান (৩৮), মৌ দাশ (২০), প্রভাবতী গোয়ালা (৭০), তাপুর মিয়া (৪০), সোহাগ হোসেন কাজী (৩০) ও আব্দুল করিম (৩৭)।

এদের বাড়ি মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন স্থানে বলে জানান ইমিগ্রেশন পুলিশের এ কর্মকর্তা।