সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যায় ২ জন রিমান্ডে

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন হত্যা মামলায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 10:26 AM
Updated : 22 Jan 2017, 10:27 AM

রোববার দুপুরে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাবিবুল্লাহ মাহমুদ শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির।

তিনি বলেন, আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে গ্রেপ্তার শেখ বখতিয়ার হাসান বিপ্লব, শেখ মোস্তাফিজুর রহমান মুরাদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ।

আদালত গ্রেপ্তার আরেক আসামি রনিকে দুইদিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বলে জানান তিনি।

এদের মধ্যে দুইজনকে ইমনের লাশ উদ্ধারের দিন এবং আরেকজনকে পরের দিন গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৭ জানুয়ারি সাতক্ষীরা সদরের ধুলিহরের আমতলা বিলের একটি ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। আগের দিন তাকে শহরের সুলতানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।

খুলনা কমার্স কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র ছিলেন ইমন।